রামু উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহ্বানে পিএফজি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় রামু পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি ও পিএফজি রামু’র প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ আলম।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা পরিহার করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ‘পিএফজি’ এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সহ-সভাপতি মুহাম্মদ মুজিবুল হক, সাধারণ সম্পাদক আবদুল হাশেম, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সোয়েব সাঈদ, আবুল কাশেম, রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশনের এডমিন মোর্শেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিএফজি’র কক্সবাজার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান।
মুল বক্তব্য উপস্থাপনে মাস্টার মোহাম্মদ আলম বলেন, গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত নির্বাচন, যা গণতন্ত্রায়নের একটি অবিচ্ছেদ্য অংশ। শান্তিপূর্ণভাবে নাগরিকদের ভোটে জয় এবং পরাজয় নির্ধারণই এর লক্ষ্য হলেও উন্নত এবং উন্নয়নশীল সব দেশেই নির্বাচনী সহিংসতা ভিন্ন মাত্রায় স্পষ্টত লক্ষ্য করা যায়। বাংলাদেশও এক্ষেত্রে ব্যতিক্রম নয়, যা কারোরই কাম্য নয়।
নির্বাচন কেন্দ্রিক সহিংসতা প্রতিরোধে ভোটারদের প্রতি আহ্বানে তিনি বলেন, রাষ্ট্রের প্রতি মালিকানাবোধে উদ্বুদ্ধ হয়ে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ ভোট প্রদান এবং প্রতিবেশীদের ভোটদানে উৎসাহিত করতে হবে। বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবতী ও অসুস্থ ভোটারসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ভোট সম্পর্কিত তথ্য প্রদান ও ভোটদানে সহযোগিতা করতে হবে। অর্থের বিনিময়ে বা অন্য কোনোভাবে প্রভাবিত না হয়ে, যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করতে হবে। ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আন্তরিক ভূমিকা পালন, নির্বাচনী আইন ‘আচরণবিধি’ মেনে চলা এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহায়তা করতে হবে। অর্থ বা পেশিশক্তির প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নির্ভয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। প্রার্থীর প্রচারে বাধা দেওয়া এবং অপ্রীতিকর বক্তব্য প্রদান হতে বিরত থাকতে হবে। অপপ্রচার ও গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। অবৈধ বা জাল ভোট প্রদান থেকে বিরত থাকতে হবে। পোস্টার ও ব্যানার না ছেঁড়াসহ সহিংসতা সৃষ্টি করে এমন কাজ থেকেও বিরত থাকতে হবে।
প্রার্থীদের প্রতি আহ্বানে তিনি আরও বলেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। অন্য প্রার্থীর প্রতি সহনশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হবে। কুরুচিপূর্ণ, উষ্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান ও আচরণ করা থেকে বিরত থাকতে হবে। কাউকে হুমকি দেয়া, ভয়-ভীতি দেখানো বা নির্বাচনী প্রচারে বা ভোটদানে বাধা প্রদান ইত্যাদি পরিহার করতে হবে। ভুল তথ্য বা মিথ্যা সংবাদ প্রচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয় এমন আচরণ পরিহার করতে হবে। কর্মী ও সমর্থকদের সহিংসতায় উষ্কে না দেওয়া, সংঘাত-সহিংসতা এড়াতে একই সময়ে একই স্থানে মিছিল, সভা ও সমাবেশ আয়োজন না করা। নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মানসিকতা পোষণ করতে হবে।
পিএফজি’র কক্সবাজার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়সহ সকল প্রকার সংঘাত-সহিংসতা রোধ এবং সম্প্রীতি চর্চাসহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর অনুপ্রেরণায় গঠিত উপজেলা ভিত্তিক বহুদলীয় প্ল্যাটফর্ম। পিএফজি এবং এর নেটওয়ার্কসমূহ প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতি চর্চাকে অনুপ্রাণিত করছে।
###খালেদ শহীদ, রামু। ২৫ মে ২০২৪