দৈনিক কক্সবাজার পোস্ট-অফিস বার্তা::
আজ ২৩মে ২০২৪ইং,বৃহস্পতিবারে ঘটে গেলো এক করুন পরিস্থিতি, আল্লাহ পাকের নিয়মের অধীনে কেউ নন।তার প্রমাণ প্রতিনিয়ত। ঠিক তেমনি করে আজ উখিয়ায় পরিচিত তিনজন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, এই বলে কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত উখিয়া উপজেলার জনমুখে একটি বাক্যই উচ্চারিত হচ্ছে।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
১ম জন- অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,
যিনি বরণ্য রাজনীতিবিদ ছিলেন,দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন,ভারতে চিকিৎসাধীন ছিলেন বেশ কয়েক বছর।আজকে ল্যাব এইড হাসপাতাল ঢাকায় ইন্তেকাল করেছেন।
২য় জন- কাজী পাড়ার কাজী মহিউদ্দিন।
ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ইন্তেকাল করেছেন।
৩য় জন- কুতুপালং এর বাসিন্দা,ইব্রাহিম।
কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।
এই তিনজনের মৃত্যুতে সারা দক্ষিণ চট্টগ্রামের গণমানুষের মুখে প্রিয় মানুষ কে চিরতরে বিদায় দিবার শোকের চায়া নেমে এসেছে।
আল্লাহ এই শোক সইবার শক্তি দেন ইয়া মাবুদ।
সকলকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন আমিন।জনগণের অফুরন্ত দোয়ায় বিদায় দিলেন পরপারের বাসিন্দা হবার পথে।