দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পিএইচডি এর উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতায় এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

admin
মে ২১, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফ প্রতিনিধি

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পিএইচডি এর উদ্যোগে ’যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতায় আক্রান্ত ব্যাক্তিদের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে এ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়েছে।

গ্লোবাল এ্যাফেয়ার্সস কানাডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) Lifting Healthy, Empowered and Protected Girls and Women in Cox’s Bazar (LEAP)Õপ্রকল্পের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় পিএইচডি এর উদ্যোগে
যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রাপ্তি, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সহিংসতায় আক্রান্ত ব্যাক্তিদের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে একটি এ্যাডভোকেসি কর্মশালা আজ ২১ মে, ২০২৪ ইং তারিখ, রোজ মঙ্গলবার, সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সম্মেলন কক্ষ, টেকনাফ হাসপাতাল, টেকনাফ উপজেলা, কক্সবাজার এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জনাব মো: আদনান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফ, কক্সবাজার উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি বলেন, স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরী এবং নারীদেরকে সুরক্ষিত রাখতে সরকারি এবং বেসরকারি সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে যে সকল বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সে গুলোকে গুরুত্ব দিয়ে স্থানীয় সংশ্লিষ্ঠ বিভাগের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া এবং স্থানীয় সংশ্লিষ্ঠ বিভাগের সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জনাব ডা: মো: এনামূল হক, আরএমও,টেকনাফ হাসপাতাল, জনাব মো: ইউনুছ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব মো: নরুল আবসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব মো: মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তাসলিমা খাতুন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, জনাব মো: রমজান আলী, প্রোগ্রাম ম্যানেজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টেকনাফ প্রমুখ উপস্থিত ছিলেন। পিএইচডি এর পক্ষ থেকে উক্ত কর্মশালা সঞ্চলনা এবং তথ্য উপস্থাপন করেন মো: শাহীন হোসেন গাজী।স্থানীয় যুবদের দ্বারা পরিচালিত ও নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠন “টেকনাফ নারী উন্নয়ন ফোরাম” ও “মিতালী আদর্শ যুব সমিতি” এই এ্যাডভোকেসি কার্যক্রমের সাথে সহযোগী হিসেবে সরাসরি কাজ করছে। তাঁদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের মাধম্যে উপস্থাপিত এ্যাডভোকেসি ইস্যুগুলো চিহ্নিত করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে ও কাজ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে