দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাচন বর্জনে নাইক্ষ‌্যংছড়ি উপজেলায় জেলা বিএনপির লিফলেট বিতরণ।

admin
মে ১৬, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, উখিয়া।

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি উপজেলায় আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বান্দরবান জেলা বিএনপি দিনব‌্যাপি লিফলেট বিতরণ করেছে।

বুধবার (১৫ মে) নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়ন থেকে শুরু করে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করে বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোট বর্জনের লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাবেদ রেজা বলেন, গত ৭ জানুয়ারী ডামি জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচনের আয়োজন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এই নির্বাচন হাস‌্যকর ও জনগনের সাথে তামাশার নির্বাচন বলে মন্তব্য করেন তিনি।

জাবেদ রেজা আরো বলেন, এই উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই এবং তারা জনগনের ভোটাধিকার নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে । আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকারের প্রতারণার ফাঁদে জনগণ পা দেয়নি এবং দিবেও না । বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে বলে মনে করেন তিনি। তাই নাইক্ষ‌্যংছড়ি উপজেলার এই ডামি উপজেলা নির্বাচন নাইক্ষ্যংছড়ি বাসিকে  বয়কট ও বর্জন করার আহবান জানান জেলা বিএনপির এই শীর্ষ নেতা। তিনি আরো বলেন নির্বাচন বর্জনে লিফলেট বিতরণের এই কর্মসূচি বান্দরবান জেলার প্রত্যেকটা উপজেলা ও ইউনিয়নে পালন করা হবে বলে জানান।

লিফলেট বিতরণ শেষে ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আশরাফ আলীর অসুস্থতার খবর পেয়ে বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন ও আশরাফ আলীর পরিবারের সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা,

নির্বাচন বর্জনের লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, নাইক্ষ‌্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লা ছুট্রো মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আবছার চৌধুরী সোহেল, উপজেলা যুবদল সদস‌্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক, ঘুমধুম ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক মৌলানা নুরুল হাসান আজাদ,সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী জহির আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, মোঃ আকবর, প্রভাবশালী সদস্য আব্দুর রহিমান ভুট্টু,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাজাহান, সাধারণ সম্পাদক আপন তন চংঙ্গা,ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রশিদ মিজান, রাজাপালং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শিবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিক,ছাত্রনেতা শহিদুল ইসলাম শাকিল,সাইদুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ‌্য: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভোট বর্জনের বার্তা নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা সদর ইউনিয়ন, দোছড়ি ইউনিয়ন, সোনাইছড়ি ইউনিয়নে লিফলেট বিতরণ শেষে ঘুমধুম ইউনিয়নে আসলে  বরইতলী স্টেশনে ঘুমধুম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে