দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুখোমুখি অনুষ্ঠানে সহিংসতা ও কেন্দ্র দখল পরিহারের শপথ নিলেন চকরিয়ার প্রার্থীরা

admin
মে ১৫, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার অফিস:::

প্রার্থীদের প্রকাশ্য মদদেই নির্বাচনের সময় অধিকাংশ সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায়, ক্ষমতালোভী প্রার্থীরা অবৈধভাবে ও জোর পূর্বক ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে কালো টাকার ব্যবহার করে। ফলশ্রুতিতে যোগ্য প্রার্থীরা নির্বাচনে জয় বঞ্চিত থাকে। সুতরাং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি এ ধরণের অবৈধ কাজ থেকে বিরত থাকব এবং আমার কর্মী সমর্থকদেরকে বিরত রাখব। ১৫ মে, ২০২৪ বিকাল ৩ টায়  চকরিয়া উপজেলা পরিষদের মোহনা অডিটরিয়ামে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদী ( দোয়াত কলম প্রতীক) এ কথা বলেন। চকরিয়া পিএফজির প্রধান উপদেষ্টা এডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে উক্ত মুখোমুখি অনুষ্ঠানে আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থী ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান প্রার্থী জাফর আলম (ঘোড়া প্রতীক) বলেন, আমি নির্বাচিত হলে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে সকল ধরণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে চকরিয়াকে আধুনিক ও শিল্পোন্নত উপজেলায় রূপান্তর করব। পাশাপাশি উপজেলা পরিষদে জনগণের প্রবেশগম্যতা নিশ্চিত করব। অন্যদিকে আরেকজন চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল হাসান সাকিব (আনারস প্রতীক) বলেন, কৃষি নির্ভর চকরিয়াকে স্বনির্ভর করতে হলে কৃষিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি নির্বাচিত হলে কৃষক ও কৃষির উন্নয়নে সর্বাধিক কাজ করব। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার সাথে সমন্বয় করে পরিকল্পনা অনুযায়ী চকরিয়া উপজেলাকে সাজাব।  উক্ত অনুষ্ঠানে  ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মহসিন বাবুল (টিউব অয়েল প্রতীক), মুবিনুল ইসলাম মুবিন (উড়োজাহাজ প্রতীক) ও নুরুল আমিন (চশমা প্রতীক) উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী  সাফিয়া বেগম শম্পা (ফুটবল প্রতীক) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, সহিংসতা পরিহার করা ও জন অধিকার বাস্তবায়ন বিষয়ক অঙ্গীকার নামা পাঠ করান। উক্ত অঙ্গীকার করার পর প্রার্থীরা হাতে  হাত রেখে অঙ্গীকারের প্রতি সংহতি প্রকাশ করেন।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সুজনের সাবেক সভাপতি হাজী বশিরুল আলম, সনাক সভাপতি বুলবুল জান্নাত, জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। অন্যদিকে পিএফজির কো-অর্ডিনেটর আলমগীর কবির রাজু,  পিস এ্যাম্বাসেডর শাহ মোহাম্মদ জাহেদ, মিজবাউল হক, সামসুল আলম পিএফজি সদস্য  চৌধুরী মো.ফিরোজ শাহ, দিদারুল ইসলাম,  পুরুরঞ্জন দে, হাসিনা বেগম, দিল আফরোজা নাজনীন, শিরিন সুলতানা শম্পা, আরাফাত চৌধুরী, আব্দুল করিম বিটু, আবুল কালাম আজাদ, নিলুফা আক্তার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। অন্যদিকে ইয়ুথ এ্যাম্বাসেডরদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল আনাস, আব্দুল্লাহ আল হাসান,  রাফিউল ইসলাম,  ইশফাতুল হাসান, আততিহারুল কবির, ইশফা জাহান আনিকা, মিজবাহ উদ্দিন বাপ্পী, খুকী চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে