আনাছুল হক :
কক্সবাজার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের উত্তর কাহাতিয়াপাড়া সংলগ্ন রেললাইনে পড়ে আছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ।
স্থানীয় সূত্রে জানা যায় মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে। পড়ে থাকা লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
রশিদনগর ইউনিয়নের দফাদার সৈয়দ নুর জানান
“সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে এক চৌকিদারের মাধ্যমে তিনি জানতে পারেন ট্রেনে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে ”
দফাদার সৈয়দ নুর আরো জানান, তিনি রামু থানা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দিয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছে।
প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ঐ অজ্ঞাত ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন লাশটি রেল লাইনে পড়ে থাকতে দেখা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।