যৌতুকের বিরুদ্ধে একটি কবিতা:::
লেখক,শারমিন আক্তার
——————————
পুরুষ তোমার বিবেক কেমন?
পুরুষ তোমার বিবেক কেমন?
যৌতুকের দাবিতে স্ত্রীকে করো শোষণ
নারীর মর্যাদা লঙ্ঘন করে
তুমি কর নারী নির্যাতন।
পুরুষ তোমার বিবেক কেমন?
নারীকে আজও করছো নিলাম
বাপ ব্যাটা মিলে কর ভিক্ষা
হায়রে পুরুষ টাকার গোলাম।
নারী তার বাবা মায়ের ঘর ছেড়ে
তোমার কাছে নেয় টায়,
বল পুরুষ এই ত্যাগের প্রতিদান
তোমার কাছে কি পায়?
পুরুষ তোমার বিবেক কেমন?
সূতিকা গৃহে মারছো আছাড়
জন্মেই যদি অকাল মরন
অধিকার নেই কি নারীর বাঁচার?
পুরুষ তোমার বিবেক কেমন?
টাকার বিনিময়ে বিক্রি হলে
লাখ টাকা আর বাইক চাইলে
দেনা পাওনার কু অভ্যাসে
জীবনটাকে গড়ে তুললে,,,,,,,,,,,
পুরুষ তোমার বিবেক কেমন?
প্রতিজ্ঞার স্রোতে অর্থ নিয়ে
হ্নদয় দিয়ে হ্নদয় মিলেনা
এইকি তোমার সামাজিকতার বিয়ে?
পুরুষ তোমার বিবেক কেমন?
নিজের মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম,
তুমি কর দুইহাতে ভীক্ষা
নেই কোনো লজ্জা সংযম।
নারী আজ করেছে জয় বিশ্বকে
তবুও পারিনি যৌতুককে বন্ধ করতে
যৌতুক লোভী পুরুষদের গলায়
শিকল নারী পরাবে,,,,,,,
যৌতুক যৌতুক যৌতুক একদিন বন্ধ হবে।