দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছর পর ফের ঢাকায় আসছেন শাহরুখ

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও বহু ভক্ত রয়েছে তার। ২০১০ সালে প্রথম বাংলাদেশে আসেন শাহরুখ। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। এবার জানা গেল, আবারও ঢাকায় আসছেন বলিউডের এই বাদশাহ।

শাহরুখকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোবিজ। দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। ১৪ বছর পর আবারও তারাই শাহরুখকে নিয়ে আসছে ঢাকায়।

এ প্রসঙ্গে স্বপন বলেন, আমি এর আগে শাহুরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, শাহরুখের ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার পরিকল্পনা হাতে নিয়েছি শাহরুখকে ঢাকায় নিয়ে আসার। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখ চলতি বছরই আবার ঢাকায় আসছেন তিনি।

এর আগে, ২০১০ সালে প্রথমবারের মতো লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। সেসময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।