জামাল উদ্দীন কক্সবাজার টেকনাফ প্রতিনিধি::
র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের রৈক্যং এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ মে ২০২৪ তারিখ অনুমান ০৬.১০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ তার বসত ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় খাটের তোষকের নিচে অস্ত্র-গুলি মজুদ করে রেখেছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে দেশীয় তৈরী ০১টি ওয়ানশুটার গান ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীর বিস্তারিত পরিচয় – আবু বক্কর (৪০), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-মৃত রাবিয়া বেগম, সাং-রৈক্যং দক্ষিণপাড়া, ০৩নং ওয়ার্ড, ইউনিয়ন-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আবু বক্কর উক্ত এলাকার একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে