বার্তা প্রেরক::
- জেলা আইএবি’র প্রস্তুতিমূলক যৌথসভা অনুষ্ঠিত।
- আগামী ২০ মে ২০২৪ ইংরেজী সোমবার, আইএবি তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই কক্সবাজারে আগমন করবেন।
সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল নেতা কর্মীর আত্মিক পরিশুদ্ধি ও রাজনৈতিক কর্মতৎপরতায় অগ্রগতি আনয়নে শায়খে চরমোনাই’র এই আগমনকেন্দ্রীক সার্বিক প্রস্তুতি গ্রহনের নিমিত্তে কক্সবাজার জেলা অস্থায়ী কার্যালয়ে অদ্য ৬ মে ২০২৪ ইং, সোমবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠন সমূহের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা আইএবি’র মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এ. আর. এম. ফরিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত যৌথ সভায় উপস্থিত ছিলেন, বামুক কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সওদাগর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জনাব মাওলানা আব্দুল হামিদ আজাদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইমুন সোহেল শাকিব সহ সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ শেষে আইএবি’র মুহতারাম জেলা সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী উপস্থিত সকলকে স্ব স্ব সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড/ইউনিট সহ সর্বস্তরের নেতা কর্মীকে মাহফিল ও সিডিউল নির্ধারিত বিভিন্ন প্রোগ্রামে উপস্থিতি সহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানান। বিশেষত, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলাকে মুহতারাম নায়েবে আমীরের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য নির্ধারিত প্রোগ্রাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রয়োগ ও চূড়ান্ত প্রচেষ্টার আহ্বান জানান।
পাশাপাশি আগামী ২০ মে ২০২৪ ইং তারিখের প্রোগ্রাম সমূহের সার্বিক সাফল্য লাভে স্থানীয় জেলা প্রশাসন, চিন্তক/বিশ্লেষক ও জেলার বিভিন্ন স্তরের মিডিয়াকর্মী সাংবাদিক বন্ধুদের একান্ত সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা রাখেন। সর্বোত পাশে থাকার আহ্বান জানান।
পরিশেষে, মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে উক্ত যৌথ বৈঠকের পরিসমাপ্তি ঘটে।