দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার জেলায় আগমন করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

admin
মে ৭, ২০২৪ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা প্রেরক::

  • জেলা আইএবি’র প্রস্তুতিমূলক যৌথসভা অনুষ্ঠিত।
  • আগামী ২০ মে ২০২৪ ইংরেজী সোমবার, আইএবি তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই কক্সবাজারে আগমন করবেন।

সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল নেতা কর্মীর আত্মিক পরিশুদ্ধি ও রাজনৈতিক কর্মতৎপরতায় অগ্রগতি আনয়নে শায়খে চরমোনাই’র এই আগমনকেন্দ্রীক সার্বিক প্রস্তুতি গ্রহনের নিমিত্তে কক্সবাজার জেলা অস্থায়ী কার্যালয়ে অদ্য ৬ মে ২০২৪ ইং, সোমবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠন সমূহের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা আইএবি’র মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এ. আর. এম. ফরিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত যৌথ সভায় উপস্থিত ছিলেন, বামুক কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সওদাগর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জনাব মাওলানা আব্দুল হামিদ আজাদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইমুন সোহেল শাকিব সহ সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ শেষে আইএবি’র মুহতারাম জেলা সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী উপস্থিত সকলকে স্ব স্ব সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড/ইউনিট সহ সর্বস্তরের নেতা কর্মীকে মাহফিল ও সিডিউল নির্ধারিত বিভিন্ন প্রোগ্রামে উপস্থিতি সহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানান। বিশেষত, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলাকে মুহতারাম নায়েবে আমীরের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য নির্ধারিত প্রোগ্রাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রয়োগ ও চূড়ান্ত প্রচেষ্টার আহ্বান জানান।

পাশাপাশি আগামী ২০ মে ২০২৪ ইং তারিখের প্রোগ্রাম সমূহের সার্বিক সাফল্য লাভে স্থানীয় জেলা প্রশাসন, চিন্তক/বিশ্লেষক ও জেলার বিভিন্ন স্তরের মিডিয়াকর্মী সাংবাদিক বন্ধুদের একান্ত সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা রাখেন। সর্বোত পাশে থাকার আহ্বান জানান।

পরিশেষে, মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে উক্ত যৌথ বৈঠকের পরিসমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে