ওমর ফারুক কক্সবাজার অফিস:
- দরিদ্র পরিবারের সন্তান শহিদুল ইসলাম। বয়স প্রায় ৫০ বছর। তার পেটে ডান দিকে বিশালকার একটি টিউমার পরে লিভার ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করছেন সেই আক্রান্ত শহিদুল ইসলাম।
সে শুধুই কাঁদছে এবং বলছে আমাকে বাঁচান। দীর্ঘ ৬ মাস ধরে টিউমার আক্রান্ত হয়ে,লিভার ক্যান্সারে ছটফট করছেন তিনি । টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে না পারায় সম্প্রতি মরণ ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। ডাক্তাররা বলেছেন, জরুরিভাবে তাকে অপারেশন করা না হলে তাকে আর বাঁচানো যাবে না।
কক্সবাজার জেলা সদর পৌরসভার চৌধুরী পাড়ার এলাকার দিল মুহাম্মদ এর পুত্র শহিদুল ইসলাম(৫০) অসহায় দরিদ্র শহিদুল ইসলামকে সুস্থ করার আশায় সহায় সম্পদ যা ছিলো সবই বিক্রি করে নি:স্ব এখন পরিবারটি। এ-পরিবারটির নেই মাথা গোজার ঠাই, তার তিন ছেলে দুই মেয়ে নিয়ে বসবাস করে সাংসারিক খরচ জোগায়। শহিদুল ইসলাম কে বাঁচাতে যে অর্থ প্রয়োজন, তা যোগাড় করতে পারছে না পরিবারটি। ফলে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে শহিদুল ইসলাম।
শহিদুল ইসলামকে সুস্থ করতে সমাজের বিত্তবান মানুষ এবং সরকারের সহযোগিতা চেয়েছেন শহিদুল ইসলাম’র তিন ছেলে ও দুই মেয়ে এবং এলাকাবাসী। আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যগণ বলেন,প্রায় ৬ মাস আগে সাংসারিক কাজে বান্দরবান যায়,হঠাৎ একদিন হার্ট স্ট্রোক করেন তিনি। পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়,কিছুদিন চিকিৎসা চালিয়ে,কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়,চিকিৎসার উন্নত না দেখে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চালানো হয়,পরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এতে চিকিৎসকরা বলেন,তাহার পেটের ডান দিকে লিভার ক্যান্সার হয়েছে,উন্নত চিকিৎসা না ফেলে বাঁচানো সম্ভব না।
দিন যতোই যায় ততোই কষ্টের সীমা পার হচ্ছে । সেই সাথে বাড়তে থাকে অসহ্য নরক-যন্ত্রণা। মাঝে মাঝে টিউমার এর যন্ত্রনায় নিশ্বাস এর ক্ষতির প্রভাব পেলে। তখন অন্যর সাহায্যে ছাড়া চলতে পারেন না।
অসহায় শহিদুল ইসলাম হক চরম হতাশে বলেন, আমি বাঁচতে চাই। দয়া করে আপনারা আমাকে বাঁচান। কাজকর্ম করতে না পারায় আমার সংসার চলে না। সংসার না চলায় আমার ছোট ছোট সন্তানকে কে দেখবে? আমার একটা মেয়ে কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের মেধাতালিকায় সম্মাননা অর্জন করেছেন, আমি দেশের ও দেশের বাহিরের বিত্তবান ও কক্সবাজার জেলা প্রশাসক, মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী ও সাবেক মেয়র মুজিবুর রহমান সহ কক্সবাজার জেলার সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট আমার জন্য সহায়তা চাই। আমি স্বাভাবিকভাবে দুনিয়ার বুকে বাচতে চাই।
দুর্বিষহ লিভার ক্যান্সার আক্রান্ত ও টিউমার নিয়ে গত ৬ মাস ধরে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে শহিদের।সুস্থ হয়ে বেঁচে থাকতে নিরূপায় হয়ে তার সন্তানগণ তার পক্ষ হয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন,শহিদকে বাঁচাতে হলে দ্রত অপারেশন করতে হবে। অপারেশন না করালে লিভার ক্যান্সার বড় আকার দ্বারণ করবে। এতে পুরো শরীরে ছড়িয়ে পড়বে,এবং অপারেশন করতে আনুমানিক ৬ লক্ষ টাকা প্রয়োজন বলে ডাক্তার পরামর্শ দেন ও তাড়াতাড়ি অপারেশন করার জন্য বলেন।
অসহায় শহিদের ছোট মেয়ে বলেন, আমার বাবা মো:শহিদুল ইসলামকে সুস্থ করতে সহায়সম্পদ যা ছিলো তা বিক্রি করে এখন আমরা নিশ্ব। এ-ছাড়াও গত ৬মাস আগে থেকে টিউমার আক্রান্ত হয়ে দু’বেলা খাবার জোটানোও দু:সাধ্য হয়ে পারছে না আমার বাবা। দেখতে দেখতে বাবার টিউমারটি অস্বাভাবিক বড় হয়ে গেছে এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন । এ কারণে সে স্বাভাবিক চলাফেরা করতে পারেছে না। অপারেশন ও চিকিৎসা না করলে কোনোভাবেই আমার বাবাকে বাঁচানো যাবে না। আমার বাবাকে বাঁচাতে সমাজের তথা দেশের বিত্তবানদের কাছে সহযোগিতা চাই। সহায়তা পাঠাতে ও বিস্তারিত জানতে পারেন।
অভিভাবক :- শাকিল (ছেলে)বিকাশ :- 01634-728918(পার্সোনাল)নগদ :-+880 1604-484369 (পার্সোনাল) বিকাশ
01601964233বিকাশ :01833419981
রোগীর ঠিকানা ও পরিচয়ঃ- নামঃ শহীদুল ইসলাম(৫০)গ্রামঃ- কক্সবাজার সদর, বাদশাহ্ ঘোনা (নতুন পুলিশ লাইন)।ডাকঘরঃ- কক্সবাজার থানাঃ-কক্সবাজার।জেলাঃ- কক্সবাজার।