মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় ঘটনা ঘটেছে। পুলিশ ছোঁড়া গুলিতে ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসময় কয়েকজন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
রোববার ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সহিংসতা হয়। পরে পুলিশের পাশা-পাশি বিজিবিও র্যাব এসে সড়ক থেকে গাছ পালা সড়িয়ে গাড়ি ও সাধারণ মানুষ চলাচলের উপযোগী করে তুলেন এবং পরিস্থিতি সাভাবিক করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়। এছাড়া ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।
নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন সাথে কথা হলে তারা বলেন ভোটের ফলাফল দিতে বিলম্ব করার কারণে সাধারণ জনগণ গাছ কেটে রাস্তা অবরোধ করেন। পুলিশ বিজিবি র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সাথে এলাকাবাসী কেউ জড়িত নই গোমাতলীসহ বাইরে লোক এসে উশৃঙ্খল করেছে।
ঘটনার বিষয়ে চেয়ারম্যান রফিক আহমদ এর সাথে যোগাযোগ করে মোবাইলে সংযোগ না পাওয়াই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার বিষয়ে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন মামলা রেকর্ড করা হয়েছে কতজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন এগুলো পরে জানানো হবে বলে কল কেটে দে।