দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ র‌্যাবের অভিযানে ১০হাজার  ইয়াবা ও মাদক বিক্রির ৪লাখ ৮৫হাজার ৫শ ৫টাকাসহ  আটক ৩

admin
এপ্রিল ২৯, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন টেকনাফ:::

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন বড় হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের সেমিপাকা বসতঘরে মাদকদ্রব্যসহ কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ৬.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত ব্যক্তির বসতঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন পুরুষ ও একজন মহিলা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার বসতঘর তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে থাকা কালো রংয়ের পলিথিন ব্যাগ হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৮৫,৫০৫/- (চার লক্ষ পঁচাশি হাজার পাঁচশত পাঁচ) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয় :১) আফসার প্রকাশ ফয়সাল (২৫) (মায়ানমার নাগরিক), পিতা-নুর আলম, মাত-নজিমা বেগম, সাং-ধলিয়াপাড়া, মংডু, সুজেয়া, মায়ানমার। ২) ফাতেমা খাতুন (৩৮), স্বামী-ইউনুছ, পিতা-বছির আহাম্মদ, মাতা-নুর বেগম, সাং-বড় হাবির পাড়া (ইউনুছ এর বাড়ি), ০৮ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন,থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।@@@
অপরদিকে কক্সবাজার জেলার টেকনাফ থানার জিআর নং-৭৩৯/২১, প্রসেস নং-১৬১৬৮/২১, ধারা-দ্রুত বিচার আইন ৪/৫ মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী নিজাম উদ্দিন (২০), পিতা-মমতাজ মিয়া, সাং-মহেশখালিয়াপাড়া, ৫নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, কক্সবাজার‘কে গত ২৭ এপ্রিল ২০২৪ তারিখ অুনমান ২০.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন ঝর্ণাচত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত পুরুষ মাদক কারবারী মায়ানমারের নাগরিক ও  অবৈধভাবে অনুপ্রবেশ করে মায়ানমার হতে মাদকদ্রব্য ইয়াবা বহন করে বাংলাদেশে নিয়ে আসে এবং ইয়াবা বিক্রয়ের জন্য সে ঐ বাড়িতে অবস্থান করছিল মর্মে জানায়। এছাড়াও তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে