দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটকে বিধ্বস্ত করে সবার শীর্ষে রংপুর রাইডার্স

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান বিপিএলের জন্য তামিম ইকবালের নেতৃত্বে অভিজ্ঞতা গুরুত্ব দিয়ে দল গঠন করেছে ফরচুন বরিশাল। একই দলে টাইগার ক্রিকেটের সেরা কয়েকজন খেলোয়াড় থাকায় প্রশ্ন উঠেছিল অধিনায়কের দায়িত্ব উঠবে। সবাই ভেবেছিল হয়তো তরুণ মিরাজের কাঁধে উঠতে নেতৃত্বে গুরু দায়িত্ব। কিন্তু শেষ পর্যন্ত তামিমের উপরেই ভরসা রেখেছেন বরিশাল ম্যানেজমেন্ট।

তামিমের অধীনের বিপিএলের শুরুটা দুর্দান্ত করে বরিশাল। প্রথম ম্যাচে রংপুর রাইডার্স হারায় দলটি। তবে পরের তিন ম্যাচেই হারের তিতো স্বাদ পেয়েছিল মিরাজ-রিয়াদরা। এ ছাড়াও বেশ কয়েকটি ম্যাচে জয়ের কাছে গিয়েও ভুল সিদ্ধান্তের জন্য হারের সাক্ষী হয়েছে বরিশাল।

সবশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে তামিম ইকবালের অদক্ষ অধিনায়কত্বের শিকার হয়েছে বরিশাল। টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত বোলিং করে বিজয়-আফিফদের আটকে গিয়েছিল মিরাজ-তাইজুলরা। ১৬ ওভার ৪ বলে দলীয় একশত রান পূরণ করে খুলনা।

কিন্তু পরের ২০ বলে ৫৫ রান তুলে লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স। খুলনার এই সাফল্যে পিছনে বড় অবদান রেখেছে অধিনায়ক তামিমের বোলার আনার সিদ্ধান্ত। ম্যাচের ১৯তম ওভারে মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন বরিশাল দলপতি। সেই ওভারে ১৮ রান খরচ করেন রিয়াদ।

যেখানে তাইজুল ইসলাম ৩ ওভারে মাত্র ৭ দিয়েছ ২ উইকেট নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এ ছাড়াও দুই বিদেশি মোহাম্মদ ইমরান ও আকিভ জাভেদেরও একটি করে ওভার অবশিষ্ট রয়েছে। শেষ ওভারে খালেদ খরচ করেন ১৬ রান।

এই ম্যাচে জয় পেলেও বরিশালের জন্য ম্যাচটি বেশ কঠিন হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে মিরাজ ও শোয়েব মালিকের ঝড় ইনিংসে ভর করে জয় পায় তারা। যেখানে খুব সহজেই ১৩০ রানের মধ্যেই আটকাতে পারতো ফরচুন বরিশাল।

সাধারণত বড় ম্যাচে বা কঠিন পরিস্থিতে বোলাররা সবচেয়ে বেশি সাহস পেয়ে থাকেন দলের অধিনায়কের কাছে থেকে। তবে চলমান বিপিএলে তামিমের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।

ঢাকা পর্বে খুলনার বিপক্ষে শেষ ওভারে খালেদ আহমেদ বলে ব্যাটাররা যখন রান তুলছিলেন। তখন অধিনায়ক হিসেবে পরামর্শ দেওয়ার বিপরীতে বার বার খালেদের দিকে লক্ষ্য বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ককে। ম্যাচ শেষে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষ পর্যন্ত সেই ম্যাচেও হেরে যায় তামিম-মুশফিকরা।

সব মিলিয়ে এবারের বিপিএলে তামিমের অধিনায়কত্ব কিছুটা ভোগাচ্ছে ফরচুন বরিশালকে। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ছয় ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে ফরচুন গ্রুপের দলটি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।