সংবাদ বিজ্ঞপ্তি::
দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন হাফেজ ওসমান।
তিনি ক্বেরাত সম্মেলনসহ বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অন্যতম প্রবাসী সহযোগী এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়াও তিনি চেইন্দা সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা সদস্য ও চেইন্দা লাহার পাড়ার দারুলউলুম হেফজ খানা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সদস্য।
মালয়েশিয়ায় দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে এলে গত ২৬ এপ্রিল মঙ্গলবার মাগরিব নামাজের পরে চেইন্দা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করে। এসময় এলাকাবাসীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি
আব্বাস উদ্দিন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক সাবেক ও প্রবাসী জনাব আলহাজ্ব আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আলা উদদীন রবিন, বিশেষ অতিথি ছিলেন ৮ নং ওয়ার্ডের মেম্বার ও সাবেক প্রবাসী আলহাজ্ব জাফর আলম, বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রবাসী সমাজ সেবক আলহাজ্ব কামরুল আলম, সামাজ সেবক মোঃ সিরাজুল মোস্তফা ,জনাব টিপু, মোঃ দেলোয়ার হোছেন সাহেদ, মোঃ জয়নাল আবেদীন, মোআরফাত আলম ড্রাইভার , মোঃ আহসান উদ্দিন সাঈদ, মোঃ হামেদ হাছান সাদ আস সুহাইব, মোঃ রাতুল, মোঃ আবদুল গফুর, মোঃ আবদুর শুক্কুর , মোঃ রাশেদুল ইসলাম,সমাজ সেবক হাছান আলি, মোঃ রফিক, মোঃ আরফাত,রিয়াদ, মোঃ রহিম, মোঃ গফুর, মোঃ নুর উদদীন, হাফেজ হাছান মোঃ রায়হান, মোঃ রিদুয়ান, মোঃ ইখলাস সহ সর্বস্তরের জনসাধারণ প্রবাসী ফাউন্ডার, আলহাজ্ব এনামুল মোঃ রবিউল আলম খান, হাফেজ জিয়াউর, মুফিজুর রহমান ও হাফেজ এরশাদ উল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে চেইন্দা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের পক্ষ থেকে সবার আপ্যায়েনের ব্যবস্হা করা হয়। চেইন্দায় এই প্রথম রেমিট্যান্স যোদ্ধা হাফেজ ওসমান সংবর্ধনা ফুলের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রভেজা চোখে মহান রবের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করেন এবং এলাকার সর্বস্তরের জনগণসহ চেইন্দা সমাজ কল্যাণ পরিষদ ও চেইন্দা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সবাই কে ধন্যবাদ জানান ।