উখিয়া পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছ
সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বহুদলীয় গণতন্ত্রচর্চা ,রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, সহনশীল মনোভাব তৈরির লক্ষে ৭৩ টি উপজেলা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
উখিয়া উপজেলা ইয়ুথ এম্বাসেডর গ্রুপ এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় গত মঙ্গলবার ৬ই মে ২৫ ইং ইয়ুথ এম্বেসেডর গ্রুপ বিকাল ৪:০০টায় উখিয়া প্রেস ক্লাবের হলরুমে উপজেলার ইয়ুথ এম্বেসেডর গ্রুপের কো-অর্ডিটের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইরের সভাপতিত্বে ফিল্ড কো-অর্ডিটের মাইনুল ইসলামের সঞ্চালনায় ফলোয়াপ মিটিং শুরু হয়,উক্ত ফলোয়াপ মিটিং এ বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারিরা উপস্থিত ছিলেন এবং অত্র গ্রুপের সদস্যরা উখিয়া বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতে সামাধান করার পরিকল্পনা প্রণয়ন করেন।
বুধবার ০৭ই মে উখিয়া প্রেস ক্লাবের হলরুমে বিকাল ৪:০০টায় উখিয়া উপজেলা পিএফজির উদ্দ্যোগে এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের উখিয়া পিএফজির আয়োজনে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে , উখিয়া উপজেলা কো-অর্ডিটের সাংবাদিক নূর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ফিল্ড কো-অর্ডিটের মাইনুল ইসলামের সঞ্চালনায় সভা শুরু হয় ,
এতে পিএফজির কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন রাসেল আহমেদ এরিয়া কোঅর্ডিনেটর ঢাকা ক্লাস্টার, তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন দি হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে পিএফজি গঠিত হয়েছে এত সুন্দর প্লাটফর্মের মাধ্যমে রাজনৈতিক দল গুলোর মাঝে সহনশীল মনোভাব তৈরি করতে হবে, দেশের কল্যাণে সবাইকে এক টেবিলে এসে কাজ করতে হবে, বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ভবিষ্যতে সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে যাতে রাজনৈতিক সহিংসতা দূর হয়।
এতে বক্তব্যে রাখেন পিএফজির পিস এম্বেসেডর উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুহুর আহমেদ চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব পিস এম্বেসেডর সাংবাদিক ফারুক আহমেদ, এবি পার্টির আহ্বায়ক পিস এম্বেসেডর সৈয়দ হোসেন চৌধুরী পিএফজির সদস্য সাংবাদিক পলাশ বড়ুয়া, উখিয়া উপজেলা ইয়ুথ এম্বেসেডর গ্রুপের কো-অর্ডিটের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর ইউনিয়নের সভাপতি টিপু , ইয়ুথ সদস্য ছাত্র প্রতিনিধি ইমরান মোহাম্মদ জোসেফ, পিএফজির সদস্য মাওলানা আব্দুল হাকিম, সদস্য মাওলানা নুরুল আলম, মহিলা সদস্য রাশেদা আক্তার, তাজুল ইসলাম, ইমরান জুসেফ, নুরুল আজিম, শিমুল,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।