দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় স্কুলের মাঠ সংক্রান্ত মামলায় এক শিক্ষক গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও জামিনের দাবি

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ২৫, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংক্রান্ত একটি পুরনো মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

জানা গেছে, বিদ্যালয়ের মাঠের জায়গা ঘিরে পূর্বে একটি বিরোধ সৃষ্টি হয়। সেই সময় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি পক্ষ মামলার বাদী হন। তৎকালীন সময়ে জমিটি দখলমুক্ত করে বিদ্যালয়ের মাঠে নিয়মিত কার্যক্রম চালু রাখা সম্ভব হলেও সম্প্রতি আবারও কিছু মহল ওই জমি নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পুরনো মামলাটির ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষক হেলাল উদ্দিন জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজন শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন, তাঁর এভাবে গ্রেপ্তার শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিমত দিয়েছেন অনেকে।

স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিদানিয়ায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তাঁকে দ্রুত জামিনে মুক্তি দেওয়া এবং মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানানো হয়েছে।

অভিভাবক মহল মনে করছেন, একজন শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের ঘটনা শুধু তাঁর ব্যক্তি জীবনের জন্যই নয়, বরং পুরো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির প্রতি মানবিক ও বাস্তব সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে