উখিয়া হলদিয়ার রেঙ্গুরবিলের ১০০০ পরিবারের স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে একটি কালভার্ট
উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ১০০০ পরিবারের চলার পথে একমাত্র রাস্তাটি দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে ! বিগত ৫ বছর ধরে এলাকার কোন রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হয়েছেন!
শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতে গাড়ি সেবা থেকে বঞ্চিত হয়েছেন! বর্ষাকালে কঠিন অবস্থায় পড়তে হয় সাধারণ মানুষের ।
এলাকার মানুষের দাবী দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সংস্কার করা হোক।
স্থানীয় সচেতন নাগরিক হাফেজ কফিল উদ্দিন জানান এই কালভার্টটি ভাঙ্গার কারনে লাশ নিয়ে কবরস্থানে যেতে ৫ কি:মি: দূর থেকে ঘুরে যেতে হয় আমাদের অনেক কষ্ট হচ্ছে যাতায়াত করতে, হলদিয়া পালং ইউনিয়ন এক আইনজীবী মিজানুল হক চৌধুরী জানান শেষ রোজার দিন খবর পেয়েছি আমরা আমি ও পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মজলুম জননেতা সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম সহ পরিদর্শন করেছি এই কালভার্টটি এবং স্বার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত সমস্যা সামাধান করার চেষ্টা করব বলে আশ্বাস দেন।
দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়ান মজলুম জননেতা জাহাঙ্গীর আলম! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে যাতায়াতের বিচ্ছিন্ন কালবাট(ব্রীজ) দ্রুত পুনঃস্থাপণের ব্যবস্থার চেষ্টা অব্যাহত রাখার আশ্বস্ত করেন জননেতা জাহাঙ্গীর আলম।
উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর গণদাবি দ্রুত কালভার্টটি সংস্কার করলে হাজার হাজার মানুষ স্বভাবিক জীবনে ফিরতে পারবে।