দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় বনবিভাগের অভিযানে গহিন অরণ্যে থেকে অবৈধ অস্ত্র উদ্ধার।

হেলাল উদ্দিন উখিয়াঃ
মার্চ ১৮, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

 

মঙ্গলবার (১৮মার্চ) সকাল সাটে ১১ টার দিকে
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের ইনানী সদর বিটের জুমছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়..গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) উখিয়া ও ইনানী রেঞ্জের মধ্যবর্তী জুমছড়ি নামক স্থানে বন্য হাতি মৃত্যুর হয়। হাতি মৃত্যুর পর থেকে এই ঘটনা অনুসন্ধান করে আসছিল বনবিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী রেঞ্জের সদর বনবিটের জুমঘর নামক এলাকায় গেলে হাতির খোশ ও ধান খেতে রক্ত দেখা যায় হাতির খোশ ও রক্ত অনুসরণ করে গহিন অরণ্যে এক চাকমা উপজাতির আস্তানায় অভিযান চালিয়ে একটি এক নালা অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে উখিয়া রেঞ্জ কর্মকর্তারা। তাদের ধারণা এই স্থানে হাতিকে গুলি করা হয়েছিল যা গুলি খেয়ে হাতি অন্য স্থানে গিয়ে মরেছে।

অভিযানে উখিয়া বন রেঞ্জের দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম শাহীন এর নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সদর বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও ইআরটি এর একদল কর্মী সহ বন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন তিনি বলেন বৃহস্পতিবার হাতি হত্যাকান্ডের সাথে এই অবৈধ অস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে