আব্দুল্লাহ আল যোবাইর,
সাধারণ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায় মঙ্গলবার বিকাল ৪:০০ টায় এম আর কনভেনশন হলে প্রোগ্রাম শুরু হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুর রহিম নূরী, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: ইসলামী ছাত্রশিবির একজন ছাত্রকে সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি একজন ছাত্রকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে অগ্রনী ভুমিকা পালন করে।
কুরআন ও হাদিসের আলোকে নিজকে তৈরি করতে ছাত্রদের হাতে কুরআন, হাদিস, ইসলামী সাহিত্য , সাহাবীদের জীবনী , মনীষীদের জীবনী ,ইসলামী আন্দোলনে যারা ত্যাগ কুরবানী দিয়েছেন তাদের দেখানো পথে চলার জন্য ছাত্রদের বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে তারই ধারাবাহিকতায় ইফতার মাহফিল এর অংশ, কুরআন নাজিলের মাসে একজন যুবককে নৈতিকতা সম্পন্ন আদর্শ যুবক হিসেবে তৈরি করতে হলে কুরআন ও হাদীস বুঝে বুঝে পড়তে হবে এবং চর্চা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের মাদ্রাসা সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, সরকারি কলেজ শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।