ডেস্ক নিউজ
মরিচ্যা বাজারের দক্ষিনে ৭১ কনভেনশন সেন্টারে হঠাৎ মৌসুমি বাজার বসায় মরিচ্যা বাজারের ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে!
গতকাল ৯ মার্চ রবিবার মরিচ্যা বাজারের সমস্ত ব্যবসায়ীরা এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন মৌসুমি বাজার বন্ধ করার জন্য। এই মেলা বন্ধ না ব্যাবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং এই মেলার ফলে সমগ্র উখিয়ায় প্রভাব ফেলবে বলে জানান ব্যবসায়ী নেতারা ।
উক্ত সম্মেলনে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।