ডেস্ক নিউজ
ইট বোঝাই ডাম্পার ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারাত্মকভাবে আহত হয় এবং রোববার সকাল ১১টা রিপোর্ট লেখার আগ পর্যন্ত দুই জনের অবস্থা আশংকাজন বলে জানা গেছে। ৮ই মার্চ রোজ শনিবার দুপুর ২টার দিকে ককসবাজারের উখিয়া ভালুকিয়া রোড়ের ভেলুয়ার মার মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন রত্না পালং ইউনিয়নের চাকবৈটা গ্রামের সিএনজি চালক আব্দুল মাজেদ (২২), সাইফুল ইসলাম (৫০), মিয়া হোসেনের ছেলে আব্দুল মাজেদ (২০), ভালুকিয়া পালং চাকবৈঠা পাঁচ নং ওয়ার্ডের মিয়া হোসেনের ছেলে আব্দু শুক্কুর (২২), হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামের মুবিনা আক্তার (৬০) এবং পূর্ব খেওয়াছড়ির সৈয়দ হোসেনের ছেলে নকিব আহমেদ (১৫)। আহতরা উখিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান উখিয়া উপজেলা প্রশাসন। আহতদের মধ্যে আব্দুল মাজেদ (২০) ও মুবিনা আক্তারের অবস্থা আশংকাজন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি (কক্সবাজার-থ ১১৭২০১) কোট বাজার হতে ভালুকিয়া যাওয়ার পথে ইট বোঝাই দ্রুতগামী ডাম্পার (ঢাকা ন ২১৫৮) ধাক্কা দিলে মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে পতিত হয়। সিএনজিটি দুমড়ে মুছড়ে যায় । ঘটনাস্থলে সিএনজি চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত যাত্রীদের উদ্ধার করে উখিয়ার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার নিবেন বলে জানান এবং তদন্ত প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি ।