মোহাম্মদ ইমরান, উখিয়া
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে যানজট নিরসন ও নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী-ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে উখিয়ার ব্যস্ততম হাটবাজার কোটবাজারে পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রথম দফায় ব্যস্ততম হাটবাজার কোটবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন। এসময় তিনি সড়কের উপরে অবৈধ ভাবে বসা দুই দোকানদারকে ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করেন।
একইদিনে এক ক্রেতা ৫ টাকার লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে এক মুদির দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করিলে অভিযুক্ত দোকানদারসহ মোট ৪টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী। এছাড়াও তিনি বাজারের অধিকাংশ দোকান পরিদর্শন করেন।
রবিবার (২ মার্চ) বিকেলে উখিয়ার ব্যস্ততম হাটবাজার কোটবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ‘যানজট নিরসন এবং দ্রব্যমূল্যের অবৈধ সিন্ডিকেট প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং
সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।