- পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ২৫/০২/২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় হলদিয়া পালং ইউনিয়নে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য মাষ্টার আলা উদ্দিনের সঞ্চালনায় ও সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা জননেতা জাহাঙ্গীর আলম বলেন,
উক্ত ফাউন্ডেশন ২০২০ সাল থেকে হলদিয়া পালং ইউনিয়ন তথা উখিয়া উপজেলার হত দরিদ্র মানুষ ও এতিম মেধাবী ছাত্রদের কাছে আর্থিক সহায়তা দিয়ে আসছি, মানুষের কল্যাণে যেকোন জরুরি সেবায় আমরা ছাড়া দিচ্ছি, করোনা কালীন সময় আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং চিকিৎসা সেবা থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি।আজকেও দুই শতাধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী দিচ্ছি এবং আগামীদিনে এই মহৎ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর রফিক, যুবনেতা হুমায়ুন কবির ও ছাত্রনেতা শাহরিয়ার নাজিম খোকা সহ প্রমুখ।