প্রেস বিজ্ঞপ্তি:
সহিংসতামুক্ত ও শান্তি-সম্প্রীতির উখিয়া গড়ে তোলার জন্য সকল নাগরিক সমাজ মিলে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
বাংলাদেশের রাজনৈতিক,ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত ,প্রতিরোধ ও প্রশমিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে সম্প্রীতি সুরক্ষার লক্ষ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর এমআইপিএস(MIPS) প্রকল্পে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) উখিয়া উপজেলায় কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম এর সাথে এলাকার রাজনৈতিক, নাগরিক,তরুণ এবং ধর্মীয় নেতৃবৃন্দ সহায়তা করছেন।
এরই ধারাবাহিক্তায় ২৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. সোমবার বাসমতি রেস্টুরেন্ট হল,উখিয়ায় বিকাল ৩:০০ টায় সহিংসতামুক্ত ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় উখিয়ার নাগরিক সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উখিয়া পিএফজি কো_অর্ডিনেটর নুর মোহাম্মদ সিকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত সকলকে প্রকল্প ও পিএফজির লক্ষ্য,উদ্দেশ্য বর্ণনা করেন এমআইপিএস প্রজেক্ট এর ফেনী ক্লাস্টার এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহম্মেদ।উখিয়ার বিশিষ্ট নাগরিকদের মধ্য বক্তব্য রাখেন:উপজেলা জামাতের আমির মৌ.আবুল ফজল,পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি প্লাবন বড়ুয়া,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এম আর আয়াজ রবি,জাতীয় ইমাম সমিতি উখিয়া উপজেলা সভাপতি প্রভাষক মৌঃ মোঃ রহমত উল্লাহ,ব্যবসায়ী নেতা মোহাম্মদ নুরুজ্জামান,বিএনপি নেতা ফয়সাল সিকদার টিটু,বৌদ্ধিস্ট ফেডারেশন উখিয়ার সভাপতি অধ্যাপক রঞ্জিত বড়ুয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি সাংবাদিক রিদুয়ানুল হক জিসান, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পলাশ বড়ুয়া পিএফজির সদস্য শফিউল আলম বাবুল,ওলামা বিভাগের সৈয়দ মনাজের আহসান,শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইউনুস,উজ্জীবক ফোরাম সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন,ওয়াপিএজি উখিয়া উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর ,নারী নেত্রী রাশেদা ও শামসুন্নাহার সহ আরো অনেকেই।বক্তারা উখিয়ার সকল ধরনে সহিংসতামুক্তও শান্তি-সম্প্রীতির উখিয়া প্রতিষ্টায় এক হয়ে কাজ করার জন্য একমত হন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ মাঈনুল ইসলাম।