দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

কক্সবাজার পোস্ট
ডিসেম্বর ১৯, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলমি শুরার সদস্যরা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এসময় তারা সাদপন্থীদের ইজতেমা আয়োজনের চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথি নিহত হয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের নির্দেশনা অমান্য করেছেন। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখল করার চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। তিনি আশ্বস্ত করেন যে, ইজতেমার মাঠে সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে না।
এ বিষয়ে তিনি আরও জানান, মাওলানা সাদ যদি তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করেন, তবে এই সমস্যার সমাধান সম্ভব।

এর আগে, ২০২৫ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আলমি শুরার অধীনে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের আয়োজনে হবে।

#সিটুপো

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে