দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে সাজাপ্রাপ্ত ২জন’সহ ১০ আসামী গ্রেফতার

admin
নভেম্বর ১৪, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::

দ্বীপ উপজেলা মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন’সহ ১০জন আসামীকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ১২ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এসআই মহসীন চৌধুরী পিপিএম, এসআই ফরাজুল ইসলাম, এসআই রাইটন দাশ, এসআই সাজ্জাদ হোসেন, এএসআই এমদাদ হোসেন, এএসআই এজাহার মিয়া সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ এই অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর হলেন- জিআর-৮০/১৯ (মাদক) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ সালাহ উদ্দিন (৩৫), সিআর-৩৭/১৮ (প্রতারণা) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজিয়া বেগম (৪৫), জিআর-২১৬/১৫ মামলার আসামী হাসান নুর (৩০), জিআর-১৭/১৪ মামলার আসামী মোঃ সুমন (২৬), জিআর-১২৩/২৩ মামলার আসামী আব্বাস হোসেন (৪৫), নারী ও শিশু-৯১/২০ মামলার আসামী আবদুর রহিম (৩৫), সিআর-১৩১/২২ মামলার আসামী আইয়ুব ড্রাইভার (৪২), সিআর-৪১৩/২৩ মামলার আসামী মোহাম্মদ হানিফ (৩০), জিআর-২০৯/২৪ মামলার আসামী মোহামদ ইসহাক (৪০), সিআর-৪১৩/২৩ মামলার আসামী ফজল আহমদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী থানা পুলিশের চলমান ধারাবাহিক বিশেষ অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী পিপিএম, এসআই ফরাজুল ইসলাম, এসআই রাইটন দাশ, এসআই সাজ্জাদ হোসেন, এএসআই এমদাদ হোসেন, এএসআই এজাহার মিয়া সঙ্গীয় ফোর্সের নিয়মিত অভিযানে একেকজন দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা’ঢাকা দিয়েছে।

মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এস আই মহসীন চৌধুরী (পিপিএম) সাজাপ্রাপ্ত,ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের আতঙ্কের নাম হয়ে উঠেছে। তার ভয়ে গ্রেপ্তার এড়াতে অনেক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায়। সাজাপ্রাপ্ত আসামী এলাকা ছাড়া হয়ে আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ বলেন- গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।

মিজবাহ উদ্দীন আরজু
(মহেশখালী-কক্সবাজার)
মোবাইল: ০১৮১১৩২৩৩৩৯
তাং ১৩.১১.২৪ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে