জিয়াউল হাক জিয়া কক্সবাজার সংবাদদাতা:
ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের ৮ ও ৯ নং ওয়ার্ডের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বাদে জুমা হতে আবুসামা প্রাইমারির মাঠ প্রাঙ্গনে এই কর্মীসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
ইউনিয়নের যুবদল ৯ নং ওয়ার্ডের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইকবাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার, প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান লাভলু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিল মোহাম্মদ মেম্বার,সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আরিফ, সাবেক সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, বজলুল হক সওদাগর,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান, সাবেক ছাত্রনেতা শহীদ সিকদার,সদরের যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল হক টিপু,এডভোকেট ফয়েজ, জসিম উদ্দিন জসিম, রশিদ আহমদ, বেলাল উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক সিরাজ, সহ-সভাপতি তাজুল ইসলাম তাজমহল, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম।
কর্মী সভায় বক্তব্য প্রদান করেন হুমায়ুন কবির বাপ্পি, সদর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, জসিম উদ্দিন বাদল, মোঃ শাহিন, রিয়াজ উদ্দিন, মহিলা নেত্রী মুর্শিদা আক্তার, সাজেদুল মোর্শেদ, মাস্টার তারেক, নুরুল আবছার। কর্মীসভা সঞ্চালনার যৌথভাবে দায়িত্ব পালন করেন, এনামুল হক সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড যুবদল ও নুরুল আবছার ৯ নং ওয়ার্ডে যুবদল।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান সিকদার বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং স্বাধীনতার অবদান বর্ণনা করেন সাথে সাথে কক্সবাজার সদরের সাবেক সফল এমপি লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করার দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান বক্তার বক্তব্যে তিনি যুবদলের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ক এবং কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করার দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
কর্মীসভায় ভারুয়াখালীর সর্বস্তরের নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।