দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রামুতে শ্রী শ্রী রামকোট তীর্থধামের প্রতিমা বিসর্জন

admin
অক্টোবর ১৩, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

রায়হান উদ্দিন :-কক্সবাজার::

বিষাদ-আনন্দ এক করে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী বছরের অপেক্ষায় থেকে দুর্গতিনাশিনী দেবীকে দেবালয়ে বিদায় জানালেন ভুবনের বাসিন্দারা।

১৩ ই অক্টোবর ( রবিবার) বিকেল পাঁচটায় সুদন চক্রবর্তীর মন্ত্র পাঠের মাধ্যমে কক্সবাজার জেলার রামু উপজেলার শ্রী শ্রী রামকোট তীর্থধাম পূজা কমিটির প্রতিমা বির্সজন দেওয়া হয় ।

এছাড়াও কক্সবাজার জেলার ৯টি উপজেলায় ৩২১টি মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘটপূজা। বিকেল পাঁচটার দিকে মন্ত্রপাঠের মাধ্যমে একযোগে সব প্রতিমা সাগরে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জনের মাধ্যমেই পুনরায় আগমনের আশা সঞ্চারিত হয়।

এই কারণেই প্রতি বছর হৃদয়স্থ ঈশ্বরকে মাটির প্রতিমা রুপে গড়ে তাকে বাহ্যিক ভাবে পূজা করা হয় এবং পূজা শেষে বিসর্জনের মাধ্যমে তাকে আবার হৃদয়ে স্থানান্তরিত করা হয়।

এসময় পূজা কমিটির সভাপতি রিপন কান্তি দাস জানান দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে এবারও আমরা প্রমাণ করলাম কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান।তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান। সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন দিতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে