দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিলার নিখোঁজ শিশু কক্সবাজারে সৈকতপাড়া এলাকায় র‌্যাব-১৫ কর্তৃক উদ্ধার

admin
সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন :-

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অপহরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই ও চাঁদাবাজসহ নানাবিধ অপরাধ দমন এবং মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষায় র‌্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার জানতে পারে যে, গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন জনৈকা হনুফা বেগম এর মেয়ে আরিফা আক্তার (২৫) তার শিশু সন্তানসহ পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভিকটিমের কোন সন্ধান না পেয়ে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন, যার জিডি নং ৯৪৬, তারিখ-২৮/০৮/২০২৪ খ্রিঃ।

বিষয়টি সম্পর্কে অবগত হয়ে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গত ৩১ আগস্ট ২০২৪ তারিখ অনুমান ৯.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানাধীন সৈকতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ ভিকটিম আরিফা আক্তার (২৫), পিতা-মান্নান মিয়া, মাতা-হনুফা বেগম, স্বামী-তানভীর, বক্স বাড়ী, সাং-আশোকতলা, কুমিল্লা কোতয়ালী থানা, কুমিল্লা’কে তার শিশু সন্তান তানিশা ইসলাম আনহা (০৩) সহ উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভিকটিম পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাত অপহরণকারী চক্র কর্তৃক অপহরণের শিকার হয় বলে জানায়।

উল্লেখ্য, ভিকটিমের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত নিখোঁজ শিশুসহ ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে