- কক্সবাজার সদর মডেল থানায় জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার চুড়ান্ত নয়— রফিকুল ইসলাম সাবেক কমিশনার ও বিএনপি নেতা।
বিশেষ প্রতিনিধি কক্সবজার::
বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার যে এজাহার থানায় জমা দেওয়া হয়েছে সেটা চুড়ান্ত এজাহার নয় বলে জানিয়েছেন মামলার বাদী সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম তিনি আমাদের বিশেষ প্রতিনিধিকে জানান উল্লেখিত মামলায় যাদের নামের তালিকা দেওয়া হয়েছে তা ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে চুড়ান্ত করা হবে। বিগত স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের মতো নিরহ কোন মানুষকে আসামি করে হয়রানি করবেন না বলে জানিয়েছেন মামলার বাদী।
তিনি জানান সদর মডেল থানার ওসি কে জানানো হয়েছে তার দায়ের করা মামলার এজাহারের কপি চুড়ান্ত নয়। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে যারা যারা এঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকেই আসামি করে আগামীকালের মধ্যে চুড়ান্ত এজাহার দায়ের করা হবে বলে জানান। তিনি স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন তাদের(বিএনপি) দ্বারা ভবিষ্যতে কোন নিরহ মানুষদের হয়রানির শিকার হতে হবেনা বলে আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।