দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার

admin
আগস্ট ১৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

  • কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের ঝাউলা এলাকার আল-হেরার ৩২৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেল, নিহত সেলিম কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাসিন্দা। হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ আগস্ট) নিহত যুবকের সঙ্গে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন রহিমা বেগম নামে এক নারী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল বিকেলে রহিমা নামে এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন সেলিম। তারা চিকিৎসার জন্য কক্সবাজারে এসেছিলেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

রোববার বিকেল ৫টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে দরজা খোলা দেখেন। পরে তিনি ভেতরে বিছানায় মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দিলে সবাই এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এর আগে স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী পালিয়ে যান।

ওসি আরো জানান, মরদেহে বিভিন্ন আঘাত ও ইনজেকশন দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

#ঢাকা পোস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে