হ্যাপী করিম, মহেশখালী।
নিয়তির ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চির বিদায় নিলেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার মহেশখালী প্রতিনিধি সাংবাদিক আবুল বশর পারভেজ এর গর্ভধারীনি মমতাময়ী মা মাইয়েশা বেগম (৬৫)।
আজ বুধবার (৩১ শে জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ পুটিবিলা জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মা হারানোর বেদনায় কাতর সাংবাদিক পারভেজ অশ্রু সিক্ত নয়নে চির বিদায় দিলেন তাঁর মমতাময়ী প্রিয় মাকে।
জানাজার নামাজে অংশ নেন. মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন’সহ মহেশখালী প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ’সহ স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ, স্থানীয় মাদ্রাসার শিক্ষক-ছাত্র, এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগণ উক্ত জানাজার নামাজে অংশগ্রহন করেন।
উল্লেখ্য গত ৮ ই জুলাই দুপুরে পৌরসভার দাসিমাঝিপাড়া নিজ বাড়িতে সাংবাদিক পারভেজ এর মা ব্রেইন স্ট্রোক করেন। এসময় সাংবাদিক পারভেজ’সহ পরিবারের লোকজন দ্রুত তাঁকে মহেশখালী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে, পরে সন্ধার দিকে চট্টগ্রাম প্রেরণ করা হয়। আজ (বুধবার) ৩১ শে জুলাই সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দীর্ঘ ২৪ দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক পারভেজ এর মায়ের মৃত্যুতে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি’সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।