দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় চার বছরের কন্যা শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের থানায় অভিযোগ।

admin
জুলাই ১০, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক::

চার বছরের এক কন্যা শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মানবিক কর্মসূচিতে কর্মরত এনজিও’র এক গাড়িচালকের বিরুদ্ধে।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে নিজের কক্ষে আটকে রেখে যৌন নিপীড়ন চালায় ওই গাড়িচালক।

অভিযুক্ত আব্দুল লতিফ (৩৯), কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইউসুফের খিল এলাকার মোহাম্মদুল হকের ছেলে এবং তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর অধীনে পরিচালিত একটি প্রকল্পে ভেন্ডরের আওতায় চুক্তিবদ্ধ গাড়িচালকের কাজ করেন বলে জানা গেছে।

নিজের মেয়েকে যৌন নিপীড়ন প্রসঙ্গে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা বলেন, মঙ্গলবার (২ জুলাই) বিকেলে চাকরিতে ফিরে আসার পর বাড়ির আঙ্গিনায় খেলতে থাকা মেয়েকে কৌশলে নিজ কক্ষে নিয়ে যায় পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া লতিফ। ওই দিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পর তিনি দেখতে পান তার কন্যা অসুস্থবোধ করছে এবং সে জানায় সাদা আংকেল তার শরীর স্পর্শ করেছে। প্রতিবেশী হওয়ার সুবাদে জানাশোনা থাকায় তার মেয়ে সাদা আংকেল বলে লতিফকে সম্বোধন করতো।

তিনি আরও জানান, শারীরিক অবনতি হওয়ায় মেয়েকে উখিয়া হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
কক্সবাজার সদর হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠলে বাড়িতে নিয়ে আসা হয় ওই শিশুকে। হাসপাতালের ব্যবস্থাপত্রে অসুস্থতার কারণ যৌন নিপীড়ন বলে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ঘটনা পরিকল্পিতভাবে সাজানো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমার বাড়ির মালিকের সাথে মেয়েটির বাবার পারিবারিক শত্রুতা রয়েছে। এজন্য তিনি এই মিথ্যা বানোয়াট গল্প সাজিয়েছেন। আমি এমন অন্যায় কখনোই করতে পারি না।’ এঘটনায় উখিয়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে, অভিযোগ পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
#আলোকিত বাংলাদেশ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে