- প্রেস রিলিজ ২এপিবিএন বান্দরবান:
২এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন,রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসিনং৮৯/২৪,১৪জুন২০২৪ইং মূলে এসআই (নিরস্ত্র)/ মাইকেল বনিক, এএসআই মোঃ নুর আলম ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময়ে সদর থানাধীন তালুকদার পাড়া এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন ওয়ার্ড নং-০৯ এর টিএন্ডটি পাড়াস্থ সেলিম এর টিনসেড গেটের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ আব্দুল নূর তোহান(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৮০(দুইশত আশি) পিচ হালকা-গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গ্রেপ্তার করেন।
২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)জনাব আলী আহমদ খান বলেন,উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।