হিরু আলম পেকুয়া প্রতিনিধিঃ
আজ ৬ই জুন বৃহস্পতিবার, ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সকল ইন্টার্নদের উদ্দেশ্যে বনজৌর রেস্টুরেন্টে ইন্টার্ন চিকিৎসক পরিষদ,চমেকহা ২৩-২৪(ডা.ফয়েজ -ডা.কনক কার্যকরী কমিটি)ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম আয়োজন করে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি চট্টগ্রাম মেডিকেল কলেজ এর চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান,স্বাচিপ অধ্যাপক ডা.রফিকুল মাওলা বলেন,একজন ভাল চিকিৎসক হওয়ার চেয়েও জরুরী একজন ভাল মানুষ হওয়ার,ভাল মানুষ হওয়ার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে,হাসপাতালে কাজ শিখার পাশাপাশি আমাদের নীতি নৈতিকতার চর্চাও করে যেতে হবে।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি,চট্টগ্রাম শাখার সেক্রেটারি ডা.রেজাউল করিম, চট্টগ্রাম ডেন্টাল ইউনিট এর সাবেক ইউনিট প্রধান ডা.আজম খান,ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের প্রধান ডা.মনোজ বড়ুয়া,কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের প্রধান ডা.আবু রুশদ মো.মাশরুর, পেডোডন্টিক্স বিভাগের প্রধান ডা.খোদেজা,ডেন্টাল পাবলিক হেল্থ ডিপার্টমেন্ট এর প্রধান ডা.তামান্না জহুর সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভাপতি ডা.মো. ফয়েজ উল্লাহ বলেন-ডাক্তার সমাজ যেন সর্বদা একসাথে থেকে সকল বিপদ আপদের মোকাবেলা করতে পারেন। এবং নব্য ডাক্তারদের তিনি ইন্টার্ন লাইফে ভালো করে কাজ শিখে মানুষের সেবায় তা কাজে লাগানোর জন্য নির্দেশ দেন। সাধারণ সম্পাদক ডা.কনক দেবনাথ বলেন- ইন্টার্নশিপ সময়ে সততার সাথে একসাথে ভালো করে কাজ শিখার পাশাপাশি পরবর্তীতে পোস্ট গ্রেজুয়েট ডিগ্রীর জন্য যেন সকলে একসাথে চেষ্টা চালিয়ে যেতে পারে।এ ব্যাপারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত সিনিয়রদের পরামর্শ এবং সাহায্যের আহবান ও করেন।
উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর উপদেষ্টা ডা.রিয়াজুল ইসলাম, সভাপতি ডা.মো. ফয়েজ উল্লাহ , সাধারণ সম্পাদক ডা.কনক দেবনাথ,সিনিওর সহ সভাপতি ডা.আরিফ, সহ সভাপতি ডা.বায়েজিদ,ডা.জামশেদ,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.জামিল, ডা.দীপ্ত,ডা.শামীম,সাংগঠনিক সম্পাদক ডা.অয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।