কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে হাঁস মার্কা প্রতীক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার ২৭৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি কলস প্রতীকের প্রার্থী ২৬৯৬০ভোট পেয়েছেন। এতে হাঁস মার্কার প্রার্থী শাহীন আক্তার ৫১৫ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
গতকাল বুধবার ২৯মে ২৪ ইং অনুষ্ঠিত কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এতে প্রথম পর্যায়ে শাহীন বক্তার সাড়ে তিন হাজার ভোটে উনিয়ার হয়ছে বলে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েন,পরে গুজব বলে মন্তব্য করেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবির সমার্থকরা। পরিশেষ নতুন করে ভোট গণনা শুরু করে ফলাফল ঘোষনা করা হয়। এতে ২৭৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শাহীন আক্তার।