দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার পৌরসভার ও রামু পৃথক অভিযানে  র‌্যাবের হাতে তালেব হত্যা মামলার অন্যতম মূলহোতা ও আসামী আটক ২

admin
মে ১২, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন কক্সবাজার:

গত ২১ এপ্রিল ২০২৪ তারিখ কক্সবাজার আদালতে সাক্ষ্য প্রদান করতে এসে অপহরণের শিকার হন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক, রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর হেডমাঝি মোহাম্মদ রফিক। অপহরণকারীরা তাকে তুলে চোখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার পর তারই মোবাইল থেকে স্বজনদের মোবাইলে কল দিয়ে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাকে হত্যা করে পাহাড়ের ঝিরিতে ফেলে দেওয়ার হুমকিও দেয় অপহরণকারী চক্র।

এ সংক্রান্তে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গত ২৪ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ভোর ০৫.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর থানাধীন দুর্গম দরিয়া নগর পাহাড়ে অবস্থিত অপহরণকারীদের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে অপহৃত রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর হেড মাঝি মোঃ রফিক’কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ শাহ আলম (৪২), পিতা-সোনা মিয়া, সাং-পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভিকটিমের মামা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং ৭৩/৩০৫, তারিখ-২৫/০৪/২০২৪, ধারা-৩৬৫/৩৪ পেনাল কোড।
দায়েরকৃত মামলায় অপহরণের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের নজরদারী চলমান থাকে। এরই ধারাবাহিকতায়, গত ১১ মে ২০২৪ তারিখ অনুমান ৯ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার পৌরসভাস্থ সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী এবং দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী সালাম (৩৪), পিতা-কাশেম মাঝি, সাং-পাহাড়তলী (পূর্ব পাহাড়তলী, ইসলামপুর, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা), থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।
অপরদিকে
ঘটনার দিন অর্থ্যাৎ গত ১৪ মার্চ ২০২৪ তারিখ ভিকটিম আবু তালেব কক্সবাজারের রামু থানাধীন গর্জনিয়ার ৩নং ওয়ার্ডস্থ হরিণপাড়া এলাকায় জনৈক আব্দুল্লাহ এর মুদি দোকানের সামনে পৌঁছালে মামলায় বর্ণিত বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে গালি-গালাজ করতে থাকে। এতে ভিকটিম প্রতিবাদ করায় তার উপর প্রতিপক্ষ কর্তৃক লোহার রড, লাঠি এবং ধারালো কিরিচ দিয়ে আক্রমণ চালালে গুরুতর রক্তাক্ত জখম হয়ে আবু তালেব মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানেই সে মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করায় ঘটনার পরপরই হত্যাকারীরা সম্পূর্ণভাবে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় এজাহারনামীয় ১৪ জন এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে রামু থানায় একটি মামলা রুজু করা হয়, যার মামলা নং ২৫/১৫৯, তারিখ-১৬/০৩/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা কার্যক্রম ও নজরদারী চলমান থাকে। এরই ধারাবাহিকতায়, গত ১১ মে ২০২৪ তারিখ অনুমান ১৫.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে এবং উক্ত হত্যা মামলার অন্যতম মূলহোতা ও এজাহারনামীয় ২নং পলাতক আসামী শাহজালাল প্রকাশ লালা (২৬), পিতা-নুরুল হক, সাং-পূর্ব বোমাংখিল, ৭নং ওয়ার্ড, গর্জনিয়া ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে