দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হ্নীলা নাফ নদীর বড়শিতে ধরা পড়ল ১৪ কেজি ওজনের কোরাল

admin
মে ৮, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন -টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কোরাল মাছ। এ মাছটি কেজি ১২০০ টাকা করে মোট ১৬,৮০০ টাকায় বিক্রি করা হয়।
বুধবার (০৮ মে) বিকালে দিকে হোয়াইক্যং ইউনিয়ন খারাং খালী দিয়ে নাফনদী থেকে মাছটি এক জেলের বড়শিতে ধরা পড়ে। পরে মাছ জেলেদের কাছ থেকে আলী আহমদ নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৪ টার মোহাম্মদ আনোয়ার নামে এক জেলে ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ বাজারে বিক্রি করতে আনেন। পরে তার সাথে দর-কষাকষি শেষে কেজি ১২০০ টাকা করে ১৬হাজার ৮০০ টাকায় কিনে নেওয়া হয়।

তিনি আরো বলেন,প্রায় সময় নাফনদীতে জেলেদের বড়শিতে বড় কোরাল সহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে।এতে জেলেরা খুব আনন্দিত হয়। এবং ক্রয়কৃত মাছটি বেশি দামে বিক্রি করার জন্য কক্সবাজারের নেওয়া হবে বলে তিনি।

জেলে মোহাম্মদ আনোয়ার বলেন, বিকালে দিকে বড়শি নিয়ে নাফনদীর খারাং খালী এলাকায় দিয়ে মাছ ধরার জন্য যায়। প্রায় দেন ঘন্টা পরে বড়শিতে ১৪ কেজি ওজনের একটি বড় কোরাল ধরা পড়ে। এরপর অন্যান্য জেলেদের সহায়তায় মাছটি হ্নীলা বাজারে কেজি ১২০০ টাকা করে ১৬হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে