দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার  ৬নং জেটি ঘাটে হতে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও সহ র‌্যাবের অভিযানে আটক ৩

admin
মে ৭, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন- কক্সবাজার টেকনাফ প্রতিনিধি::

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, একটি পাচারকারী চক্র কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়াস্থ ৬নং ঘাট (বিআইডব্লিউটিএ জেটি) এর পাড় সংলগ্ন বাকখালী নদীতে এফবি তুসার নামীয় কাঠের তৈরী ০১টি ইঞ্জিন চালিত নৌকায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং ঔষধ মজুদ করে অবৈধভাবে সমুদ্রপথে পার্শ্ববর্তী দেশের পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৬ মে ২০২৪ তারিখ অনুমান ০৬.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পলায়নের চেষ্টাকালে তিনজন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের হেফাজতে থাকা এফবি তুসার নামীয় কাঠের তৈরী ০১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করতঃ উক্ত নৌকা হতে ৩৬০টি ডিম রাখার কেচে মোট ১৪,০০০ পিস ডিম, ০৮ বস্তায় মোট ৪০০ কেজি পেঁয়াজ, ০৮ বস্তায় মোট ৪০০ কেজি আলু, বিভিন্ন ব্যান্ডের ৮০০ পিস ছাতা, ৩১৮ বোতল সিরাপ জাতীয় ঔষধ, ৪১৪৮ পিস মিনি প্যাক শ্যাম্পু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত পাচারকারীদের বিস্তারিত পরিচয় :
১) মোঃ হোসেন মাঝি (৪৫) পিতা-মৃত সৈয়দুল হক, সাং-পূর্ব লালপাড়া, ইউনিয়ন-আলীকদম, থানা-লামা, জেলা-বান্দরবান।
২) মোঃ ফিরোজ (৫৫), পিতা-মৃত আব্দুল মোতালেব, সাং-পেশকারপাড়া, মজিদ মৌলভীর কলোনী, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার, ৩) মোঃ হাবিবুর রহমান (৫৮), পিতা-মোঃ আঃ গফুর, সাং-বাহেলা, ২নং ওয়ার্ড, রামপুর ইউনিয়ন, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-হাঙ্গরপাড়া, হাবির কলোনী, জনতা রোড, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন স্থান হতে পাইকারি দামে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত মালামাল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে পার্শ¦বর্তী দেশে পাচার করে থাকে বলে জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে