দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক গফুর চৌধুরীর মনোনয়ন বৈধ।

admin
মে ৬, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিন পদে মনোনয়ন দাখিল করা ১৩ প্রার্থী সবারই প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। 
আগামী (২৯ মে) উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (০৫ মে) দুপুর ১২ টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়স্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মনোনয়ন যাচাই-বাছাই পর্ব। 

এতে প্রস্তাব ও সমর্থনকারী সহ প্রার্থীরা অংশ নেন, বাছাইয়ের পর বৈধ হওয়া সকল পদে চূড়ান্তদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিন পদে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া সবাই বৈধতা পেয়েছেন। তার মধ্যে ভাইস চেয়ারম্যান পদে,উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক গফুর চৌধুরীর মনোনয়ন বৈধ।

বাকিদের মধ্যে, হলদিয়াপালং ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন মিন্টু, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। পালংখালীর সাবেক ইউপি সদস্য গফুর উল্লাহ ও উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ এবং ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কামরুন নেছা বেবী, সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আকতার ও হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা সানজিদা আক্তার মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

এতে গফুর চৌধুরী বলেন,বিভিন্ন দিক দিয়ে  উখিয়া  উপজেলার উন্নয়নে অনেক পিছিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে উখিয়া উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। উপজেলার সব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে, ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটাতে কাজ করে যাব। তিনি বলেন, গরিব-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের। সেই লক্ষ্য-উদ্দেশ্যই আমাকে বারবার পীড়া দেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা খুবই প্রয়োজন বলে মনে করি আমি। সে সাথে আমার মনোনয়ন যাচাই-বাছাই পর্ব বৈধতা ঘোষণা করায় আমি জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিসকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে