সাজন বড়ুয়া কক্সবাজার:::
পহেলা মে! মহান শ্রমিক দিবস। ১৮৮৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের নিচে ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণের দাবীতে যে আন্দোলন সংঘটিত হয়েছিল তারই প্রেক্ষিতে প্রতিবছরের ন্যায় এই বছর মহান মে দিবস উদযাপন করা হয়েছে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন (টিইউসি) ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্টী কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত কক্সবাজার শ্রমজীবী চত্বর ঘুংগাছ তলায় শ্রমিক জমায়েত,আলোচনা সভা,মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে কক্সবাজার বিভিন্ন সংগঠনের পাশাপাশি কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন অংশগ্রহণ করেন।এসময় বিভিন্ন সংগঠনের নেতারা কক্সবাজার হোটেল মোটেল জোনে শ্রমিকদের নিয়োগ পত্র প্রদান করার জন্য ও রোহিঙ্গারা শ্রমবাজার দখল করে স্থানীয়দের বেগাত সৃষ্টি বন্ধের জন্য সরকারের কাছে আহবান জানান।এসময় কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন উপদেষ্টা কলিম উল্লাহ, কক্সবাজার পর্যটন ক্লাবের সভাপতি বাবু সুকেন্দু বড়ুয়া,সংগঠনের আহবায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব সহ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।