ফারুক আহমদ উখিয়া, কক্সবাজার::
কক্সবাজারের উখিয়ায় বাড়ি ভাংচুর সহ আপন চাচী দিলদার বেগম (৫০) কে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসী ইলিয়াস। বর্তমানে আহত মহিলা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা উপজেলার রাজা পালং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খালকাচা গ্রামে।গ্রামবাসীরা জানান,ওই এলাকার মৃত বাদশা মিয়া ছেলে ওমৃত ফরিদ সদাগরের ছেলের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।তারা দুইজন পরস্পর ভাই।
এ ঘটনাকে কেন্দ্র করে মৃত ফরিদ সওদাগরের ছেলে সন্ত্রাসী ইলিয়াস ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আপন চাচী দিলদার বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত মহিলা মৃত বাদশা মিয়ার স্ত্রী।
ছেলে জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী ইলিয়াস আমার মা দিলদার বেগমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো দা দিয়ে আমার মা’য়ের বাম হাত কর্তন সহ সারা শরীরে জখম করে। শুধু তাই নয় আমাদের বসতবাড়িতেও ভাঙচুর চালায়। ঘটনার দিন আমরা কেউ বাড়িতে ছিলাম না। মাকে একা পেয়ে বর্বরোচিত হামলা করে তারা।
এদিকে শোরচিৎকার শুনে স্থানীয় জনগণ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় আহত দিলদার বেগমকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থা- অবণতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ছেলে জসিম উদ্দিন অভিযোগ করে সাংবাদিকদের জানান, সমাজের সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিগত পাঁচ মাস পূর্বে সালিশী বৈঠক বসে আমাদের মধ্যে জায়গা জমির বিরোধ নিষ্পত্তি করে দেন। রায়ে বলা হয়েছিল মাটি দিয়ে গর্ত ভরাট করে ভিটের জন্য উপযুক্ত করা । কিন্তু চাচাতো ভাই ইলিয়াস উক্ত সালিশী রায়কে অমান্য করে উল্টো আমাদেরকে হাঁকা বাঁকা করে আসছিল। এমনকি আমাদেরকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।