সে আজ ভালো নেই
আমিনুল ইসলাম দুখু
তোমার হাসিমাখা ঠোঁটে যখন
কমল সুরে ফুটিয়ে বলো আজ তুমি ভালো নেই!
তৎক্ষনাৎ আমার মনটা কেমন জানি
মোচড় মাইরা ওঠে।
ব্যাস্ত হয়ে পড়ি নানা প্রশ্নে
কেন কি হয়েছে প্রিয়?
কেনই বা তুমি ভালো নেই?
তোমার ভালো না থাকা এমন জবাবে
বিষন্ন নেমে আসে মনের আকাশ জুড়ে,
কালো কালো মেঘে ছেয়ে যায় পুরো নীল আকাশটা।
মনের জমিনে মেঘ বর্ষণে
ঝরে পড়ে অঝোর ধারায় নোনাপানির বৃষ্টি জল।
কেনই বা তুমি ভালো নেই?
নানা কৌতূহলে নানা প্রশ্নে পাহাড় বাঁধে মনে
যেই তোমাকে কখনো হাসিমুখ ছাড়া দেখা হয়নি
আজ কেন ভালো নেই?
তোমার আঁখি দুটো মায়ায় ভরা ছিল
আজ কেমন জানি চোখ দুটো ছলছল করছিলো
এই বুঝি আঁখি বেয়ে জল গড়িয়ে পড়বে
এমন সময় আঁচলে মুখ ডাকিয়ে জল মুছে বললে
আজ আসি?
কি বলবো বুঝে উঠতে পারছি না
হঠাৎ কেনই বা এমন হলো তার
এই প্রশ্নই যেন বার বার মন কে
কেন জানি অসহায়ত্ব করে তুলছে।
আমি আবারো প্রশ্ন করে বললাম
এই শোনো!
কেনই বা আজ ভালো নেই বলছো?
আমায় কি বলতে পারো?
সে করুণ কন্ঠে বলে ওঠে আম্মু ভালো নেই
ভীষণ অসুস্থতায় তিনি!
তাহার চোখের জল আর ধরে রাখতে পারেনি
হৃদয় টা আমারও স্তব্ধ হয়ে গেলো
পৃথিবী নামক তিনিও যখন এমন অসুস্থ
সেখানে এই ভুবন টাও সুস্থ নয়।
তাহার চোখের জল আলতো ভাবে মুছে দিয়ে বললাম
যাও! আম্মুর কাছে যাও!
হয়তো তিনি তোমাকে খুঁজছে! যাও!
এই শোনো
আম্মুর যত্ন নিও তার প্রতি খেয়াল রেখো
জীবনে এমন কেউ আর পাবে না এই সুন্দর মনের মানুষ মায়ের মতো।
হারিয়ে ফেলো না প্রিয়।
সে সযত্নে পাশ থেকে উঠে কিছু না বলেই চলে গেলো
আমি তাকে আর কোনো রকম জোর করে কিছু প্রশ্ন করিনি
বুঝে উঠলাম তার খুব বিষন্নতায় হৃদয় পুড়ছে
যেখানে যার পৃথিবীর আলো নিভু নিভু ভাব সেখানে যেন অন্ধকারে ছেয়ে না যায়।
পৃথিবীর সকল মা ভালো থাকুক
আল্লাহ সুস্থ রাখুক।

লেখক:আমিনুল ইসলাম দুখু
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।