কারণ ,কক্সবাজার শহরের ক’একটি জাগায় ও সমুদ্রে আমরা ইলেকট্রনিক সুইজ বসিয়ে দিয়েছি। এতে কোন মানুষ হয়রানির মুখে শিকার হলে বা কোন অপরাধের সাথে জড়িত হলে ঐ সুইজে ক্লিক করার সাথে সাথে আমাদের টিম পৌঁছে যাবে। তিনি আরো বলেন,কক্সবাজার শহরকে অপরাধ মুক্ত শহর করে উপহার দেবেন বলে জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব,ফজলুল কাদের চৌধুরী,প্যানেল মেয়র কক্সবাজার পৌরসভা জনাব,সালাউদ্দিন সেতু,শিল্পপতি ও দানবীর জনাব,রোটারিয়ান হাজ্বী মো শফিউল্লাহ, টুয়াক উপদেষ্টা মফিজুর রহমান, জনাব,নুরুল কবির পাশা,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার কক্সবাজার জেলা সভাপতি জনাব,সাঈদুল হক চৌধুরী, কামরুন তানিয়া,ছেনুয়ারা বেগম,দৈনিক ইনকিলাব এর উখিয়া প্রতিনিধি এম আর আয়াজ রবি,দৈনিক কাবেলার চকরিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক কক্সবাজার পোস্ট এর সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ বুলেটিন উখিয়া প্রতিনিধি সালাউদ্দিন, দৈনিক সুনালী কন্ঠ কক্সবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমেদ সহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার জেলা উপজেলার নেতৃবৃন্দ।