মোঃ সেলিম উদ্দিন ;;আসুন মানবতার প্রেমে নিজেকে বিলিয়ে দিই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়া উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “হাসি মুখ ফাউন্ডেশন” এর ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন উখিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাসেল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক সানাউল্লাহ, এম ইমরান সোহেল, ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক জনাব কফিল উদ্দীন, উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল সহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকসহ নেতৃস্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ জাহেদ, প্রধান অতিথি রাসেল চৌধুরী, উপদেষ্টা সানা উল্লাহ ও ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক কফিল উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বাঙ্গীণ সাফল্য ও সংগঠনের সমৃদ্ধি কামনায় মোনাজাত সম্পন্ন করেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ নোমান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলে সম্মিলিতভাবে ইফতার সম্পন্ন করেন।