প্রেস বিজ্ঞপ্তি: গত ২৮ মার্চ স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকায় “দৃশ্যমান আয় নেই,তবুও কুতুপালং’র জানু’র বিলাশী জীবন” শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদে উপস্থাপিত তথ্য সমুহ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন,উদ্দেশ্যে প্রনোদিত এবং কারো প্ররোচনায় পরিবেশিত। এহেন মিথ্যা সংবাদের আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুতুপালং এলাকায় আমাদের বংশ পরম্পরায় জায়গা-জমি নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দির্ঘ বছদ ধরে । এরই ধারাবাহিকতায় বিগত ২০১৪ সাল থেকে আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে আসছে স্থানীয় একটি মহল।২০১৪ সাল থেকে ষড়যন্ত্র শুরু যা এখনো চলমান রয়েছে। ২০২০ সালে আমাকে বিনা অপরাধে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় দু’টি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সেখানে একটি নারী সংক্রান্ত মামলায়ও ফাঁসিয়েছিলো। এলাকায় আমার পৈতৃক জায়গা-জমি, চাষাবাদ আছে।কুতুপালং বাজারে দোকানপাট,ক্যাম্প কেন্দ্রিক ঠিকাদারী এবং বাড়ী ভাড়ার ব্যবসা রয়েছে।এগুলো আমার নিজের পরিশ্রমের ঘাম ঝরা টাকায় অর্জিত সম্পদ। সেখানে দৃশ্যমান কোন আয় নেই কথাটা বেমানান এবং ডাহা মিথ্যাচার ও হাস্যকরও বটে । আমি ২০২২ সালের ২৭ নভেম্বর কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র কার্যকরী পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছি।আমি যদি খারাপ মানুষ হতাম তাহলে সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আমাকে কেন নির্বাচিত করলো? এখানে রহস্য হচ্ছে কুতুপালং বাজারে বৈধভাবে ব্যবসা পরিচালনা করাকালিন সময়ে একটি পক্ষ ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রে মেতে উঠে আমার সাথে । কুতুপালং বাজার ইজারা কালিন সময়ে ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠে সেটা আবারও স্পষ্ট হল। যার ধারাবাহিকতায় অন্য বছরের ন্যায় এবারোও আমার বিরুদ্ধে নানা কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে ষড়যন্ত্রকারী মহল। আমি উক্ত মিথ্যা সংবাদের মিথ্যাচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে উক্ত সংবাদের তীব নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী: জানে আলম জানু সভাপতি কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি,কুতুপালং, উখিয়া,কক্সবাজার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।