শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকেঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য এডভোকেট মোস্তফা কামাল চৌধুরী অদ্য ২০/০৩/২৪ ইং রোজ বুধবার সকাল ৭.৫০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকাম দান করেন আমিন। আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটের সময় নিজ বাড়ির পূর্ব পাশ্বের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। এদিকে এডভোকেট মোস্তফা কামাল চৌধুরী’র মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র সভাপতি এম আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী সহ অত্র ক্লাবে’র সকল সদস্য বৃন্দরা মরহুমের রুহে আত্মার মাগফিরাত কামনা করে শোক সমাপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন।