দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা

Kamrun Taniya
মার্চ ১৭, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি) ::

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার ও শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর বাজার, কায়দাবাদ বাজারে অভিযানের সময় দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে; মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মার্চ) বিকালে লম্বাঘোনা বাজার, শাপলাপুর বাজার,কায়দাবাদ বাজারে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় – মহেশখালী উপজেলার অন্তর্গত বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজবীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অপর কায়দাবাদ বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার)টাকাসহ মোট ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন বলেন- ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে