দৈনিক কক্সবাজার পোস্ট
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আরও
  5. কক্সবাজার
  6. কৃষি সংবাদ
  7. খেলা-ধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইফতারের সময় ব্যাটারির পানি পান করে ৪ জন হাসপাতালে

Kamrun Taniya
মার্চ ১৪, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাহেনাজ বেগম উখিয়া;;;

কক্সবাজারের উখিয়াতে ইফতারের সময় ঠান্ডা পানি মনে করে ব্যাটারির পানি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন রোজাদার ব্যাক্তি। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের সময় উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন। আহতদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন বলেন- ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে রাখা ব্যাটারির পানি পান করে বসেন দুজন। সে পানি কি ব্যাটারির পানি কিনা যাচাই করতে আরও দুজন পান করেন। তখন চারজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, রাত আটটার দিকে তাদের সদর হাসপাতালে আনা হয়। দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকের তত্বাবধানে রয়েছে। ভুলবশত: ব্যাটারির পানি পান করেন বলে জানান আহতরা। এ ঘটনায় রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম(১৮), একই এলাকার মৃত আসা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

কেনাকাটার আনন্দ ঈদ অফারে